উমরা গাইডলাইন

হজ-উমরা ইসলামের গুরুত্ববহ ও ফযীলতপূর্ণ আমল হওয়ার পাশাপাশি মুমিনের হৃদয়ের তৃষ্ণা নিবারণ করার ইবাদত। এতে ঈমানে সজীবতা আসে, প্রেমদগ্ধ হৃদয়ে প্রশান্তি আসে এবং জীবনের মোড় ঘুরে যায়। আর এভাবেই মুমিন হজ-উমরার প্রকৃত স্বাদ পেতে থাকে। কিন্তু সঠিক নিয়ত ও পরিকল্পনার অভাবে এবং বিধি-বিধান না জানার কারণে অনেকেই এর সুফল থেকে বঞ্চিতই থেকে যান। তাই আলেমগণ হজ-উমরার আগে সবার জন্যই বৈষয়িক প্রস্তুতির পাশাপাশি ইলমী ও রূহানী প্রস্তুতির প্রয়োজনীয়ত অনুভব করেন সুতিব্রভাবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে হজের বিষয়ে অনেক বই-পুস্তক রচিত হয়েছে। অনেকে বিশেষ প্রশিক্ষণও গ্রহণ করে থাকেন। গুণে-মানে ও প্রয়োজনের তুলনায় যদিও তা যথেষ্ট নয়, তবুও কিছুটা তো হয় আলহামদুলিল্লাহ। কিন্তু উমরার বিষয়টি বরাবরই অবহেলিত রয়ে গেছে। অথচ দেখা যায় উমরা আদায়কারীর সংখ্যা দিনদিন প্রচুর বেড়ে চলেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এতে অনেক ধরণের সমস্যাও দেখা দিচ্ছে। যেমন : (১) সহজ মনে করে অধিকাংশই উমরার জন্য কোন প্রস্তুতির প্রয়োজনই অনুভব করেন না। (২) কেউ কেউ হজের বই থেকে কেবল উমরার অংশটি কোনওরকম পড়ে নেন, যা কিছুতেই যথেষ্ট নয়। (৩) কেউ ইলমী প্রস্তুতি তথা কিছু বিধি-বিধান জেনে নিলেও অনেকেই রুহানী প্রস্তুতি তথা মনকে পূর্ণ প্রস্তুত করার বিষয় বুঝেই উঠতে পারেন না। (৪) স্বল্প সময়ের মধ্যেই উমরার কাজ শেষ হয়ে গেলেও দীর্ঘ সময় মাক্কা মুকাররামা ও মদীনা মুনাওয়ারায় অবস্থান করলেও এর আদব ও বিধি-বিধান সম্পর্কে অনেকেই জানেন না। (৫) উমরা গমনকারীদের অনেকের জন্যই এটি জীবনে প্রথম সফর হয়ে থাকে। কিন্তু এ ধরণের সফরের অনেক পূর্বপ্রস্তুতি ও আদাব-শিষ্টাচার সম্পর্কে অজ্ঞতা এর বরকত নষ্ট করে দেয়। এ বিষয়গুলো বিবেচনা করেই মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ এ গাইডলাইনটি প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণ করেছে। মুআসসাসা ইলমিয়্যাহর পক্ষে এর সম্মানিত সদস্য মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সুহাইব উপরিউল্লিখিত সমস্যাগুলো সামনে রেখে অত্যন্ত যত্নের সাথে এ গাইডলাইনটি প্রস্তুত করার চেষ্টা করেছেন। এতে সংক্ষেপে সবগুলো প্রয়োজনীয় বিষয় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্টেপ বাই স্টেপ এমন ধারাবাহিকতার সাথে সাজানো হয়েছে, যাতে যারা মাসআলা মনে রাখতে পারেন না, তারাও প্রতিটি আমলের সময় তখনকার করণীয় একসাথে পেয়ে যাবেন এবং দেখে দেখে তা আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। অভিজ্ঞতার আলোকে এ পদ্ধতিকে অনেক উপকারী ও সহজ মনে করা হচ্ছে।

$110

In Stock: 24

Categories:

Tags:

Book Details

Pages 80 Pages
Cover Design
Publisher মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ
Language
ISBN
Released N/A

About The Author

Yvette Lubowitz

Eos qui soluta consequatur aliquam corporis autem sit deleniti. Facilis fuga nihil molestias veritatis dolor inventore at. Ipsam quis debitis dolor unde sint quia omnis. Laboriosam culpa accusantium officia in maxime. Neque eius ipsam sapiente iusto ad consequuntur praesentium.

হজ-উমরা ইসলামের গুরুত্ববহ ও ফযীলতপূর্ণ আমল হওয়ার পাশাপাশি মুমিনের হৃদয়ের তৃষ্ণা নিবারণ করার ইবাদত। এতে ঈমানে সজীবতা আসে, প্রেমদগ্ধ হৃদয়ে প্রশান্তি আসে এবং জীবনের মোড় ঘুরে যায়। আর এভাবেই মুমিন হজ-উমরার প্রকৃত স্বাদ পেতে থাকে। কিন্তু সঠিক নিয়ত ও পরিকল্পনার অভাবে এবং বিধি-বিধান না জানার কারণে অনেকেই এর সুফল থেকে বঞ্চিতই থেকে যান। তাই আলেমগণ হজ-উমরার আগে সবার জন্যই বৈষয়িক প্রস্তুতির পাশাপাশি ইলমী ও রূহানী প্রস্তুতির প্রয়োজনীয়ত অনুভব করেন সুতিব্রভাবে।
আল্লাহ তাআলার মেহেরবানিতে হজের বিষয়ে অনেক বই-পুস্তক রচিত হয়েছে। অনেকে বিশেষ প্রশিক্ষণও গ্রহণ করে থাকেন। গুণে-মানে ও প্রয়োজনের তুলনায় যদিও তা যথেষ্ট নয়, তবুও কিছুটা তো হয় আলহামদুলিল্লাহ। কিন্তু উমরার বিষয়টি বরাবরই অবহেলিত রয়ে গেছে। অথচ দেখা যায় উমরা আদায়কারীর সংখ্যা দিনদিন প্রচুর বেড়ে চলেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এতে অনেক ধরণের সমস্যাও দেখা দিচ্ছে। যেমন : (১) সহজ মনে করে অধিকাংশই উমরার জন্য কোন প্রস্তুতির প্রয়োজনই অনুভব করেন না। (২) কেউ কেউ হজের বই থেকে কেবল উমরার অংশটি কোনওরকম পড়ে নেন, যা কিছুতেই যথেষ্ট নয়। (৩) কেউ ইলমী প্রস্তুতি তথা কিছু বিধি-বিধান জেনে নিলেও অনেকেই রুহানী প্রস্তুতি তথা মনকে পূর্ণ প্রস্তুত করার বিষয় বুঝেই উঠতে পারেন না। (৪) স্বল্প সময়ের মধ্যেই উমরার কাজ শেষ হয়ে গেলেও দীর্ঘ সময় মাক্কা মুকাররামা ও মদীনা মুনাওয়ারায় অবস্থান করলেও এর আদব ও বিধি-বিধান সম্পর্কে অনেকেই জানেন না। (৫) উমরা গমনকারীদের অনেকের জন্যই এটি জীবনে প্রথম সফর হয়ে থাকে। কিন্তু এ ধরণের সফরের অনেক পূর্বপ্রস্তুতি ও আদাব-শিষ্টাচার সম্পর্কে অজ্ঞতা এর বরকত নষ্ট করে দেয়। এ বিষয়গুলো বিবেচনা করেই মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ এ গাইডলাইনটি প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
মুআসসাসা ইলমিয়্যাহর পক্ষে এর সম্মানিত সদস্য মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সুহাইব উপরিউল্লিখিত সমস্যাগুলো সামনে রেখে অত্যন্ত যত্নের সাথে এ গাইডলাইনটি প্রস্তুত করার চেষ্টা করেছেন। এতে সংক্ষেপে সবগুলো প্রয়োজনীয় বিষয় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্টেপ বাই স্টেপ এমন ধারাবাহিকতার সাথে সাজানো হয়েছে, যাতে যারা মাসআলা মনে রাখতে পারেন না, তারাও প্রতিটি আমলের সময় তখনকার করণীয় একসাথে পেয়ে যাবেন এবং দেখে দেখে তা আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। অভিজ্ঞতার আলোকে এ পদ্ধতিকে অনেক উপকারী ও সহজ মনে করা হচ্ছে।

0 reviews for উমরা গাইডলাইন

Add a review

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Related products