ডা. জাকির নায়েক – বহমান জীবনের স্রোতধারা

ডা. জাকির নায়েক— সুবিদিত এই নামটি নতুন কোনো পরিচয়ের মুখাপেক্ষী নয়। এই সূর্যমনীষী বিশ্বের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত আলো বিলি করেন। তিনি আলোর ফেরিওয়ালা। তাঁর স্নিগ্ধ আলোয় আলোকিত হয়ে চলেছে পুরো বিশ্ব। তাঁর আকুতি লাখো-কোটি মানুষের হৃদয়কে স্পর্শ করে। তাঁর দাওয়াতে হাজারো অমুসলিম শ্বাশত সত্যের দিশা খুঁজে পায়। বর্তমান বিশ্বে তাঁর চেয়ে অধিক খ্যাতিমান ও তুলনামূলক ধর্মতত্ত্বের (Comparative Religion) ওপর সুদক্ষ আর কোনো দাঈ আছেন কিনা এবং থাকলেও তাঁর মতো এত অধিক স্বীকৃতি লাভ করেছেন কিনা সন্দেহ রয়েছে। পাশ্চাত্য সভ্যতার আগ্রাসন, অমুসলিম মিশনারী ও পণ্ডিতদের অপতৎপরতা এবং মুসলিমবিশ্বে চিন্তাগত ধর্মত্যাগ মোকাবেলায় অনন্যসাধারণ ভূমিকাপালনের ক্ষেত্রে ‘অধিনায়কে’র শিরোপা তাঁকেই শোভে। অন্ধকারের পূতিগন্ধময় এই সময়ে তাঁর প্রাজ্ঞ জবানে রচিত হয়ে চলেছে সত্যসুবাসিত আলোর মিনার। বাতিলের প্রবল বাধা মাড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তাঁর দাওয়াতি কর্মতৎপরতা। মহান এই দাঈর জীবনের গল্প জনার জন্য উন্মুখ হয়ে ছিল তাঁর লাখো-কোটি ভক্ত, অনুরক্ত ও শুভাকাঙ্ক্ষী। কিন্তু লৌকিকতা বা গর্ব-অহংকার প্রকাশ পাবে— এই ভয়ে কখনো তিনি মানুষের সামনে তাঁর জীবনের গল্প বলেননি। অবশেষে মালেশিয়ার একজন বরেণ্য আলেমের জোর অনুরোধে এক অনুষ্ঠানে তিনি তাঁর জীবনের গল্প উপস্থাপন করেন। ‘বহমান জীবনের স্রোতধারা’ সেই বক্তৃতারই অনুবদ। তরুণ অনুবাদক আম্মারুল হক ভাব ও বক্তব্যমালাকে যে আঙ্গিকে উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন তা প্রশংসনীয়। তাঁর অনুবাদের ধারা আধুনিক, ঝরঝরে ও সাবলীল। এই বইয়ে ফুটে উঠেছে ডা. জাকির নায়েকের অনন্য ঈমান, ইখলাস ও আমলের আলোঝলমলে যাপিত জীবন। এ বইয়ের পাতায় পাতায় অবলোকন করবেন দীনের জন্য তাঁর কী অনন্যসাধারণ ত্যাগ-তিতিক্ষা! আল্লাহু আকবর! এ বই একজন তোতলা থেকে বিশ্বখ্যাত ইসলামিক বক্তা হওয়ার গল্প। বহু বরেণ্য ইসলামিক স্কলারের সান্নিধ্য-সৌরভে থেকে ইলম অর্জনের আখ্যান। এতে আছে এযুগের দাঈদের জন্য শিক্ষার অনন্য উপকরণ। তাঁর হিজরতের শিক্ষাটাও গ্রহণ করার মতো। এই জীবনগল্পে ওঠে এসেছে তাঁর ঈমানদীপ্ত দর্শন, সময়োচিত চিন্তাধারা, জীবনের সুদীর্ঘ সাধনা ও গবেষণার অনিন্দ্য সুন্দর বর্ণনা। তাঁর বর্ণনায় ছিল চিন্তার প্রসারতা, বক্তব্যের মর্মগভীরতা, দিলের দরদ ও আত্মার উত্তাপ। এ বইয়ে তাঁর জীবনগল্পের পাশাপাশি সংকলিত হয়েছে তাঁর ফিকহি দৃষ্টিভঙ্গি। যে বিষয়টি নিয়ে ইতোপূর্বে বহু সমালোচনা হয়েছে। এই বক্তব্যে তাঁর ভারসাম্যপূর্ণ অবস্থান স্পষ্ট হয়েছে। আরও রয়েছে তাঁর সম্পর্কে কয়েকজন তরুণ আলেমের গুরুত্বপূর্ণ কিছু লেখা। চিন্তাপত্র প্রকাশন ‘বহমান জীবনের স্রোতধারা’ বইটির মাধ্যমে তার অগ্রযাত্রা শুরু করতে যাচ্ছে। আমরা মনে করি, ডা. জাকির নায়েকের বর্তমান অবস্থান— মধ্যপন্থী। আগের গোড়া ফিকহি দৃষ্টিভঙ্গি থেকে তাঁর ইউটার্ন প্রশংসার্হ। উম্মাহর প্রতি তাঁর দরদ ও ব্যথা এবং দাওয়াতি কাজে তাঁর শ্রম ও নিষ্ঠা ধন্যবাদার্হ। তাই মজলুম দরদী এই দাঈকে আধুনিক শিক্ষিত ভাই এবং আগামী দিনের দাঈদের সামনে তুলে ধরা অতীব জরুরী। আমরা বিশ্বাস করি, এ বই পাঠকের চিন্তালোক ও হৃদয় জগত দীপিত-উদ্দিপিত করবে, প্রাণিত ও অনুপ্রাণিত করবে। বইটি সাদরে গ্রহণ করলেই আমাদের শ্রম-সার্থক বিবেচনায় আনতে পারি।

$225

In Stock: 7

Categories:

Tags:

Book Details

Pages 160 Pages
Cover Design
Publisher চিন্তাপত্র প্রকাশন
Language
ISBN
Released N/A

About The Author

Herbert D'Amore

Qui maiores sunt et tempore. Ab itaque dolor omnis animi eum sed.

ডা. জাকির নায়েক— সুবিদিত এই নামটি নতুন কোনো পরিচয়ের মুখাপেক্ষী নয়। এই সূর্যমনীষী বিশ্বের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত আলো বিলি করেন। তিনি আলোর ফেরিওয়ালা। তাঁর স্নিগ্ধ আলোয় আলোকিত হয়ে চলেছে পুরো বিশ্ব। তাঁর আকুতি লাখো-কোটি মানুষের হৃদয়কে স্পর্শ করে। তাঁর দাওয়াতে হাজারো অমুসলিম শ্বাশত সত্যের দিশা খুঁজে পায়। বর্তমান বিশ্বে তাঁর চেয়ে অধিক খ্যাতিমান ও তুলনামূলক ধর্মতত্ত্বের (Comparative Religion) ওপর সুদক্ষ আর কোনো দাঈ আছেন কিনা এবং থাকলেও তাঁর মতো এত অধিক স্বীকৃতি লাভ করেছেন কিনা সন্দেহ রয়েছে। পাশ্চাত্য সভ্যতার আগ্রাসন, অমুসলিম মিশনারী ও পণ্ডিতদের অপতৎপরতা এবং মুসলিমবিশ্বে চিন্তাগত ধর্মত্যাগ মোকাবেলায় অনন্যসাধারণ ভূমিকাপালনের ক্ষেত্রে ‘অধিনায়কে’র শিরোপা তাঁকেই শোভে। অন্ধকারের পূতিগন্ধময় এই সময়ে তাঁর প্রাজ্ঞ জবানে রচিত হয়ে চলেছে সত্যসুবাসিত আলোর মিনার। বাতিলের প্রবল বাধা মাড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তাঁর দাওয়াতি কর্মতৎপরতা।
মহান এই দাঈর জীবনের গল্প জনার জন্য উন্মুখ হয়ে ছিল তাঁর লাখো-কোটি ভক্ত, অনুরক্ত ও শুভাকাঙ্ক্ষী। কিন্তু লৌকিকতা বা গর্ব-অহংকার প্রকাশ পাবে— এই ভয়ে কখনো তিনি মানুষের সামনে তাঁর জীবনের গল্প বলেননি। অবশেষে মালেশিয়ার একজন বরেণ্য আলেমের জোর অনুরোধে এক অনুষ্ঠানে তিনি তাঁর জীবনের গল্প উপস্থাপন করেন। ‘বহমান জীবনের স্রোতধারা’ সেই বক্তৃতারই অনুবদ। তরুণ অনুবাদক আম্মারুল হক ভাব ও বক্তব্যমালাকে যে আঙ্গিকে উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন তা প্রশংসনীয়। তাঁর অনুবাদের ধারা আধুনিক, ঝরঝরে ও সাবলীল। এই বইয়ে ফুটে উঠেছে ডা. জাকির নায়েকের অনন্য ঈমান, ইখলাস ও আমলের আলোঝলমলে যাপিত জীবন। এ বইয়ের পাতায় পাতায় অবলোকন করবেন দীনের জন্য তাঁর কী অনন্যসাধারণ ত্যাগ-তিতিক্ষা! আল্লাহু আকবর! এ বই একজন তোতলা থেকে বিশ্বখ্যাত ইসলামিক বক্তা হওয়ার গল্প। বহু বরেণ্য ইসলামিক স্কলারের সান্নিধ্য-সৌরভে থেকে ইলম অর্জনের আখ্যান। এতে আছে এযুগের দাঈদের জন্য শিক্ষার অনন্য উপকরণ। তাঁর হিজরতের শিক্ষাটাও গ্রহণ করার মতো। এই জীবনগল্পে ওঠে এসেছে তাঁর ঈমানদীপ্ত দর্শন, সময়োচিত চিন্তাধারা, জীবনের সুদীর্ঘ সাধনা ও গবেষণার অনিন্দ্য সুন্দর বর্ণনা। তাঁর বর্ণনায় ছিল চিন্তার প্রসারতা, বক্তব্যের মর্মগভীরতা, দিলের দরদ ও আত্মার উত্তাপ। এ বইয়ে তাঁর জীবনগল্পের পাশাপাশি সংকলিত হয়েছে তাঁর ফিকহি দৃষ্টিভঙ্গি। যে বিষয়টি নিয়ে ইতোপূর্বে বহু সমালোচনা হয়েছে। এই বক্তব্যে তাঁর ভারসাম্যপূর্ণ অবস্থান স্পষ্ট হয়েছে। আরও রয়েছে তাঁর সম্পর্কে কয়েকজন তরুণ আলেমের গুরুত্বপূর্ণ কিছু লেখা।
চিন্তাপত্র প্রকাশন ‘বহমান জীবনের স্রোতধারা’ বইটির মাধ্যমে তার অগ্রযাত্রা শুরু করতে যাচ্ছে। আমরা মনে করি, ডা. জাকির নায়েকের বর্তমান অবস্থান— মধ্যপন্থী। আগের গোড়া ফিকহি দৃষ্টিভঙ্গি থেকে তাঁর ইউটার্ন প্রশংসার্হ। উম্মাহর প্রতি তাঁর দরদ ও ব্যথা এবং দাওয়াতি কাজে তাঁর শ্রম ও নিষ্ঠা ধন্যবাদার্হ। তাই মজলুম দরদী এই দাঈকে আধুনিক শিক্ষিত ভাই এবং আগামী দিনের দাঈদের সামনে তুলে ধরা অতীব জরুরী। আমরা বিশ্বাস করি, এ বই পাঠকের চিন্তালোক ও হৃদয় জগত দীপিত-উদ্দিপিত করবে, প্রাণিত ও অনুপ্রাণিত করবে। বইটি সাদরে গ্রহণ করলেই আমাদের শ্রম-সার্থক বিবেচনায় আনতে পারি।

0 reviews for ডা. জাকির নায়েক – বহমান জীবনের স্রোতধারা

Add a review

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Related products